“রাই , সে শ্যাম তোমার মেনে বটে
তোমার কহিতে নাম বিনোদ মদন শ্যাম
বিরহ আনল জেন ছুটে।।
পুরুব কাহিনি জত মনেতে পড়িল কত
তাহা বলি রোয়ত সঘনে।
হিয়া যেন ত্যজি বাণ বাজল মরম স্থান
ধৈরজ নাহিক মেনে মোনে।।
কত না বিলাপ সরে জতেক [ক] রূণা করে
কি কহিব একমুখে তাহা।
সহস্র বদন হয়ে তবে সে জানিল নয়ে
কে জন জানিব তার লেহা।।
যে জন গোলোকপতি পড়িঞা লোটয়ে খেতি
যার অন্ত অনন্ত না পায়।
ঋষি মুনি ফণি আদি যে পহু চরণে সাধি
লাখ জন্মে ধিয়ানে না পায়।।
সে জন তোমার প্রেমে তিলে কত বার ভ্রমে
সদাই তোমার গুণ গায়।
তজিয়া গোলোকপুরি গোকুলেতে অবতরি
তোমার লাগিঞা একদূর ।
সাধিতে আপন কাজ আয়ল ধরণি মাঝ”
চণ্ডীদাসে কহিছে মধুর ।।