রাজা পরিক্ষিত কহিতে লাগল
সন্দেহ হইল মনে।–
“শুনহ গোসাঞি, ব্যাসের নন্দন,
পুছিএ তোমার স্থানে।।
কহ বিচারিঞা শুনিয়ে শ্রবণে
কহিএ তোমার কাছে।
কি গতি পাইল পুতুনা রাক্ষসী
এ কথা সন্দেহ আছে।।”
কহিতে লাগল ব্যাসের নন্দন–
“শুন শুন, মহারাজা।
কোনহ সন্দেহ হইল তোমার
কহ কহ, মহাতেজা ।।”
কহে পরিক্ষিত– “শুন, সুকদেব
এই সে সন্দেহ মোর।
রিপু-ছলে আসি হৈল সগ্‌গবাসী
শুনিতে হইলুঁ ভোর।।
এ জন মুকুতি হৈল তার গতি
কেমত ধরণ এহ ।
রিপুর স্বভাবে প্রাণ তিআগিয়া
ধরিল উত্তম দেহ !”
তবে সুকদেব কহিতে লাগল–
“শুন, নৃপবর তুমি।
না কর সন্দেহ সকল বিত্তান্ত
বিচারিআ কহি আমি।।
দেহের স্বভাব কন দেব পায়
এ কীট পতঙ্গ জত।
এক দেহ ইহা নহে ভিন্ন ভিন্ন
কহিএ বেদের মত।।
এক দেহ ধরে শূকরের কায়া
করএ বিষ্ঠার পান।
তথাপি সে দেহে পরম পুরুষ
তাহে আছে ভগবান।।
ইহাকে অস্পৃশ্য নহে কোন জীব
সকল জীবেতে হীন।
ইহার ঘটেতে পরম পুরুষ
তাহাতে পাইবে চিন।।
সব ঘটে রহি প্রভু ভগবান
কীট পতঙ্গাদি জত।”
চণ্ডিদাস কহে সুকদেব বাণী
এই হএ বিধিমত।।