রাধা বর উর দুখ হেরি গুরুতর
সখীগণ নিরজনে মেল।
বসনে নয়ন মুছি যুকতি করত সব
সঙ্কট অতিশয় ভেল।।
রাই নিকট যদি হরিগুণ গায়ব
যছু গুণে পাষাণ মিলায়।
একে চির বিরহিণী ননী জিনি তনুখানি
ততহি পড়ব মুরছায়।।
শ্যামর মুরতি লিখি দরশায়ব
নিরখিতে জীবন যাব।
হরি হরি মরি মরি কি কহব কহ বেরি
কৈছে ছুটব মনতাপ।।
ললিতা নতমুখী মরম থির করি
সুযুগতি কহত ফুকারি।
রাই জিয়ায়বি মধুপুর মাহরি
সাজহ সঙ্গিনী নারী।।
তৈখনে সাজল রঙ্গিণী চতুরিণী
নীলাম্বর করি সাথ।
যাই মধুপুর পাই শুভ অবসর
হরি সঞে কহে নিজ বাত।।