রাধা বলে শুন বিনোদ বড়াই

রাধা বলে শুন ”বিনোদ বড়াই
বড়ই বিষম শুনি।
এ পথে জাগাত ঘাটে ঘাটীয়াল
কখন নাহিক শুনি।।
যে হয় সে হয় কাহে নাহি ভয়
কহিব কংসেরে গিয়া।
তোমার যোগানী তার হেন গতি
রাখিবে ধরিয়া লয়া”।।
বড়াই বলিছে ”শুন বিনোদিয়া
তরুণী আগুলি পথে।
এ কোন বিচার নহে ব্যবহার
বড় হব অনুরথে।।
একে সে অবলা তাহে সে গোয়ালা
ছুঁইয়ে কুলের ভয়।
জাতি কুলশীল সকলি মজিব
এ তোর উচিত নয়।।”
কানু কহে তাই ”শুনহ বড়াই
রাজকর নিব বুঝি।
যে হয় সে দিয়া তুমি যাহ লয়া
যতেক গোয়ালা ঝি”।।
চণ্ডীদাসে কয় শুন রসময়
এবার ছাড়িয়া দেহ।
পুন বাছাড়িয়া এ পথে আসিলে
যে হয় বুঝিয়া লিহ।।



সন্ধিনী
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ