রাধা মাধব দুহুঁ তনু মীলল
উপজল আনন্দকন্দ।
কনক লতায়ে তমাল জনু বেঢ়ল
রাহু গরাসল চন্দ।।
যৈছন কমলে ভ্রমরা রহু মাতি।
জলদে বেঢ়ল জনু তড়িত-লতাবলি
রতিপতি বিদরয়ে ছাতি।।
নীলমণি রতন কাঞ্চনে জনু বেঢ়ল
কামর ভেল মুখজোতি।
শ্রমভরে স্বেদ বিন্দু বিন্দু চূয়ত
জলদে বিথায়ল মোতি।।
নারি পুরুষ দুহুঁ লখই না পারিয়ে
অপরূপ দুহুঁজনরঙ্গ।
গোবিন্দদাসিয়া কহ নিতি নিতি ঐছন
উপজায়ে রসপরসঙ্গ।।