রাধা রাধা বলি নাগর পড়ে ভূমিতলে
বাহু পসারিয়ে সুবল শ্যাম নিল কোলে।।
হায় আমি চাঁপার মালা কেন গলে দিলাম।
চম্পক বরণী রাধা মনে পড়াইলাম।।
ধীরে ধীরে রাধা নাম জপে কৃষ্ণ কানে।
রাধা নাম শ্রবণেতে পাইল চেতনে।।
রাধা আনি দিব আমি সুবল বলিল।
যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল।।