রাসজাগরণে নিকুঞ্জভবনে
আলুয়্যা আলসভরে।
শুতলি কিশোরী আপনা পাসরি
পরাণনাথের কোরে।।
সখি হের দেখসিয়া বা।
নিন্দ যায় ধনী ও চাঁদ-বদনী
শ্যামঅঙ্গে দিয়া পা।।ধ্রু।।
নাগরের বাহু করিয়া শিথান
বিথান বসন ভূষা।
নিশ্বাসে দুলিছে রতনবেশর
হাসিখানি তাহে মিশা।।
পরিহাস করি নিতে চাহে হরি
সাহস না হয় মনে।
ধরি করি বোল না করিহ রোল
দাস জগন্নাথ ভণে।।