রাসবিলাসে মুগধ নটরাজ।
যূথহি যূথ রমণিগণ মাঝ।।
চুম্বয়ে রময়ে সবহুঁ সমভাব।
হেরইতে সুবদনি ভেল বিভাব।।
কোপে কমলমুখি করল পয়ান।
বৈঠলি তিমিরকুঞ্জে করি মান।।
মণ্ডলি ছোড়ি রাই যব গেল।
হেরি নাগরবর চমকিত ভেল।।
আকুল গোকুলবল্লভ কান।
ছাড়ি সব রঙ্গিণি করল পয়ান।।
বিলপই মনমথবাণে ভই খীণ।
ঢুঁড়ই সবহুঁ কুঞ্জে মতিহীন।।
রাই না পাই যাই এক কুঞ্জ।
রোয়ত যৈছন মধুকর গুঞ্জ।।
পুন কিয়ে সো ধনি মীলব মোয়।
কাঁহা গেও বিধুমুখি কহি পুন রোয়।।
বিলপই রোয়ই সো রস-রঙ্গিয়া।
আকুল উদ্ধব দাসক সঙ্গিয়া।।