রে শ্যাম, তোমার মূরলী বন রসিয়া।
উচ্চৈঃস্বরে বাঁশী বাজে কুলের কামিনী সাজে কোটি কোটি চাঁদ পড়ে খসিয়া।। ধু
তোমার হৃদয় মাঝে অমূল্য মাণিক্য আছে দেখিলে গোপিণী নিবে পশিয়া।।
নন্দের দুলাল বলি’ পন্থে চল কত ছলি; কেলিয়া কদম্ব-তলে বসিয়া।।
সাধিতে আপন কাজ ভাব নাহি কুল-লাজ জলের নিয়রে রৈনু পড়িয়া।।
সৈয়দ মর্তুজা কয় পর কি আপন হয় কলঙ্ক রহিল জগ ভরিয়া।।