রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভৃতা

রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভুতা।
কাঁপি কাঁপি উঠে ঐ বৃকভানুসূতা।।
কানাই কোঙর চিকণ যবে পড়ে মনে।
মূরছি পড়িয়া ধনী কাঁদে ভূম খানে ।।
রক্ষা অক্ষা পড়ে মন্ত্র ধরি ধনীর চুলে।
কেহ বলে আনি দেহ কালার গলার ফুলে।।
কালিয়া কোঙর থাকে কদম্বের ডালে।
বালিকা দেখিয়া পাইয়াছে শিশু কালে।।
চেতন পাইয়া ত উঠিবেক বালা।
ভূত প্রেত ঘুচিবেক যাবে অঙ্গের জ্বালা।।
চণ্ডীদাস কহে সবে যারে কহ ভূত।
সে শ্যাম কালিয়া চিকণ নন্দ ঘোষের পূত।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ