ঝলক নাচে মোর রঙ্গ শ্যাম। ধু
চৌদিকে দেয়ালি দিয়া করতালি রসবতী আনন্দ বিভোর।
রূপে ঝলমল নয়ানে কাজল পিষ্টে দোলে পাটকি ডোর।
চূড়াটি বানাইয়া বামে টালাইয়া ধেনু চরাইতে যায়।
যতেক গোপিনী কাম তরঙ্গিনী সঙ্গে রঙ্গে গীত গায়।
কহে ফতে খানী যো হি পাইল ধনি সোহি পুরুখ বর জান।
পূরল মনোরথ সকল কলাবত শ্রীআলাওল খান।