লঘু লঘু সঞ্চর কুটিল কটাখ।
দুঅও নয়ন লহ এক হোক লাখ।।
নয়ন বয়ন দুই উপমা দেল।
এক কমল দুই খঞ্জন খেল।।
কহ্নাই নয়না হলিঅ নিবারি।
জে অনুপম উপভোগ ন আবএ
কী ফল তাহি নিহারি।।
চাঁদ গগন বস অও তারাগণ
সূর উগল পরচারি।
নিচয় সুমেরু অথিক কনকাচল
আনব কওনে উপারি।।
জে চুরূ কয় সায়র সোখল
জিনল সুরাসুর মারি।
জল থল নাব সমহি সম চালএ
সে পাবএ এহি নারি।।
ভনই বিদ্যাপতি জনু হরড়াবহ
নাহ ন হিয়রা লাগ।
দূতী বচন থির কএ মানব
রাএ সিবসিংঘ বড় ভাগ।।