ললিতার বাণী শুনি বিনোদিনী
প্রসন্ন বদনে কয়।
“আমি ত কেবল তোদের অধীন
যা বল শুনিতে হয়।।
সখি, তোরা মোর কর এই হিতে।
আর যেন কখন না করে এমন
পুছ উহায় ভাল মতে।।
পুন যদি আর এমত ব্যাভার
করয়ে এ ব্রজভূমে।
উহার প্রণতি শ্রবণ-গোচরে
না করিব এ জনম।।”
এত শুনি হরি গলে বাস ধরি
কহয়ে কাতর বাণী।
“শুন বিনোদিনি জনমে জনমে
আমি আছি প্রেমে ঋণী।।”
এত শুনি গোরী দুবাহু পশারি
বঁধুয়া করিল কোলে।
এই মনে হয় রসামৃত ময়
চণ্ডীদাসে ইহা বলে।।