ললিতার বাণী শুনি বিনোদিনী
প্রসন্নবদনে কয়।
“আমি ত কেবল তোদের অধীন
যা বল শুনিতে হয়।।
সখি, তোরা মোর কর এই হিতে।
আর যেন কখন না করে এমন
পুছ উহার ভাল মতে।।
পুন যদি আর এমত ব্যাভার
করয়ে এ ব্রজভূমে।
উহার প্রণতি শ্রবণগোচরে
না করিব এ জনমে।।”
এত শুনি হরি গলে বাস ধরি
কহয়ে কাতর-বাণী।
“শুন বিনোদিনি জনমে জনমে
আমি আছি প্রেমে ঋণী।।”
এত শুনি গোরী দু বাহু পসারি
বঁধুয়া করিল কোলে।
এই মনে হয় রসামৃতময়
চণ্ডীদাসে ইহা বলে।।