লোচন তনুমন রাই পরশ বিনু
সকল বিফল করি মান।
দেই নিজ জীবন বিকায়লু তছু পায়ে
জানহ অনুচর কান।।
হাম পরদেশ পরাণ ধনী পাশহি
পিরীতি পাশ রহু বন্ধ।
তাহে করি বিরহি রহল হাম মধুপুরে
জানি ধরম মঝু মন্দ।।
তুহুঁ আগুয়াই রাই পরবোধহ
চিরহি মিলব হাম।
তছু পদ পকড়ি এতহুঁ নিবেদবি
কহবি কহল মোহে শ্যাম।।
করি পরণাম গান করি হরিগুণ
হরষে চলল দুহুঁ আলি।
যাহা সখীগণ সহ বৈঠল বিরহিণী
পৈঠল উপর অটালি।।
হরষ বদন দেখি কহত কমলমুখী
নাথ কি আয়ল গেহ।
সহচরী কর জোরি সবহু জানায়ল
কিঞ্চিৎ চিত কর থেহ।।
তুয়া নাম শুনইতে অতি উনমত ভেল
ছোড়ল অরু অভিলাষ।
নীলাম্বর কহে কালিক পরভাতে
হরি মীলব তুয়া পাশ।।