শঙ্খের শব্দ ঘন ঘন্টার কলিত।
শ্রীমধুমঙ্গল শুনি আইল আচম্বিত।।
পৌর্ণমাসি প্রতি মধু কহে কর চালি।
কনক পুতলি প্রায় দেখিয়ে সকলি।।
একটি প্রতিমা যদি মধু বটু পায়।
সদনে স্থাপন করি দৈন্য দশা চায়।।
কৌতুক কথায় সভে হৈলা আনমন।
আগু নিল ভক্ষ্য ভোজ্য যে সব প্রকরণ
হাথ নাড়ি দম্ভ করি মদু বটু বলে।
ভূদেবে ভুঞ্জাহ সব হইবে সফলে।।
ব্রাহ্মণ বদনে বিষ্ণু করেন ভোজন।
বিপ্র তুষ্টে বিষ্ণু তুষ্ট অভীষ্ট পূরণ।।
বিধুরেখা বলে ব্যস্ত না হইও বটু।
চিরকাল জানি বিপ্র ব্যবসায় পটু।।
অদষ্টা ইচ্ছার দ্রব্য দেবি হাথে দেও।
রাখ রাই ছাড় ভাই সুস্থে বসি খাও।।
মাধব সুবল মধু বৈসে এক সারি।
পৌর্ণমাসি প্রতি কৃষ্ণ কহে আঁখি ঠারি।।
বটু বড় পটু পেট ভরা ব্যবসায়।
গোবিন্দদাস বলে দেহ যত খায়।।