শচীসুত গৌরহরি হৃদি কন্দে বিহরি
সদা স্ফূর্তি করহ আমারে।
** ** **
পর্বত কন্দর মাঝে রবি মৃগে মত্ত গজে
নিজালয় করি তার গণে।
ঐছে আমার হৃদয় কামক্রোধ বিলসয়
গৌরসিংহ করয়ে তাড়নে।।
অনর্পিত পীত ভাল চরিং চিরাৎ চিরকাল
পূর্বে ব্যাপক অবতার।
ইহ কলি যুগ সার করুণার অবতার
নিস্তারিল জগৎ সংসারে।।
স্বভক্তি শ্রীঅঙ্গ যেই রাধিকার কান্তি সেই
পুরট সুন্দর জিনি তনু।
দ্যুতি কান্তি মনোহর কদম্ব জিনি কলেবর
স্ফূটক পুলক রম্ভা জনু।।
অধর্ম করিতে নাশ কৈল ভক্তি পরকাশ
স্থাপন করিল নিজ ধর্ম।
নিজমন শুদ্ধি পীত আপনার মনোনীত
আস্বাদিল আপনার মর্ম।।
পুরট সুন্দর দ্যুতি দগ্ধ হেম সম কান্তি
করুণা বারিধি মহাশয়।
সে সিন্ধুর এক কণ না হইল পরসন
নরোত্তম ফুকারিয়া কয়।।