শচী মাতার আজ্ঞা লঞা সকল ভকত ধাঞা
চলিলেন নীলাচলপুরে।
শ্রীনিবাস হরিদাস অদ্বৈত আচার্য্য পাশ
মিলিয়া সকল সহচরে।।
অদ্বৈত নিতাই সঙ্গে মিলিয়া কৌতুকরঙ্গে
নীলাচল পথে চলি যায়।
অতি উৎকণ্ঠিত মনে দেখিতে গৌরাঙ্গ চাঁদে
অনুরাগে আকুল হিয়ায়।।
পথে দেবালয়গণ করি কত দরশন
উত্তরিলা আঠারনালাতে।
সকল ভকত সাথে কীর্ত্তন করিয়া পথে
যায় সভে গৌরাঙ্গ দেখিতে।।
কীর্ত্তনের মহা রোল ঘন ঘন হরিবোল
অদ্বৈত নিতাই মাঝে নাচে।
গগনে উঠিল ধ্বনি নীলাচলবাসী শুনি
দেখিবারে ধায় আগে পাছে।।
শুনিয়া গৌরাঙ্গহরি স্বরূপাদি সঙ্গে করি
পথে আসি দিলা দরশন।
মিলিলা সভার সঙ্গে প্রেমে পরিপূর্ণ অঙ্গে
প্রেমদাসের আনন্দিত মন।।