শতেক বরষ পরে বঁধুয়া মিলল ঘরে
রাধিকার অন্তরে উল্লাস।
হারানিধি পাইনু বলি লইয়া হৃদয়ে তুলি
রাখিতে না সহে অবকাশ।।
মিলল দুঁহু তনু কিবা অপরূপ।
চকোর পাইল চাঁদ পাতিয়া পীরিতি-ফাদ
কমলিনী পাওল মধুপ।।
রসভরে দুঁহু তনু থর থর কাপই
ঝাপই দুঁহু দোঁহা আবেশে ভোর।
দুঁহুক মিলনে আজি নিভায়ল আনল
পাওল বিরহক ওর।।
রতন-পালঙ্ক-পর বৈঠল দুঁহু জন
দুঁহু মুখ হেরই দুঁহু আনন্দে।
হরষ সলিলভরে হেরই না পারই
অনিমেষে রহল ধন্দে।।
আজি মলয়ানিল মৃদু মৃদু বহত
নিরমল চাঁদ প্রকাশ।
ভাবভরে গদ গদ চামর ঢুলায়ত
পাশে রহি চণ্ডীদাস।।