শতেক বরষ পরে বঁধূয়া মিলল ঘরে
রাধিকার অন্তরে উল্লাস।
হারানিধি পাইনু বলি লইয়া হৃদয়ে তুলি
রাখিতে না সহে অবকাশ।।
মিলল দুহুঁ তনু কিবা অপরূপ।
চকোর পাইল চাঁদ পাতিয়া পীরিতি -ফাঁদ
কমলিনী পাওল মধুপ।।
রসভরে মিলনে আজি নিভায়ল আনল
পাওল বিরহক ওর।।
রতন-পালঙ্কে-পর বৈঠল দুহুঁ জন
দুহুঁ মুখ হেরই দুহুঁ আনন্দে।
হরষ-সলিল-ভরে হেরইনা পারই
অনিমেষে রহল ধন্দে।।
আজি মলয়ানিল মৃদু মৃদু বহত
নিরমল চাঁদ প্রকাশ।
ভাবভরে গদ্‌গদ চামর ঢুলায়ত
পাশে রহি চণ্ডীদাস।।