শিতল তছু অঙ্গ দেখি সঙ্গ-সুখ লালসে
খোয়লুঁ কুল ধরম-গুণ নাশে।
সোই যদি তেজল কি কাজ ইহ জীবনে
আনহ সখি গরল করি গ্রাসে।।
প্রাণ সঞে অধিক তুহুঁ রোয়সি রে কাহে সখি
মরিলে হম করিহ ইহ কাজে।
অনলে নহি দাহবি রে নীরে নহী ডারসি
এ তনু ধরি রাখবি ব্রজ-মাঝে।।
হমারি দোন বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি
শ্যাম-রুচি-তরু তমাল-ডালে।
প্রতি দিবস সবহুঁ মিলি নিচয়ে আসি দেখবি
শয়ন তেজি উঠই উষ-কালে।।
সকল পরসঙ্গে মিলি স্মৃতি করবি মোরি সখি
নাম লেই অভাগি ধনি রাই।
ললিতা মতিহার লেহ আপন গলে ধারবি
তোহে নিজ-চিহ্ন দেই যাই।।
বিশাখা সখি বলয় লেহ ইন্দু-রেখা অঙ্গুরি
নাস-আভরণ লেহ চিত্রা।
লম্ব-অবতংস লেহ শ্রুতি-যুগলে ধারবি
সুদেবি অতি নিরমল-চরিত্রা।।
এতহুঁ সংবাদ কহি খোলই সব ভূখণে
দেই সব অলি-গণে বাঁটি।
পাণি-তলে ঘাত বুকে মাথে লভে মারই
শশিশেখরে মরত জিউ ফাটি।।