শুনহ নাগর গুণের সাগর
এই সে মহিমা তোর।
অবলা অখলে ফেলাইলা জলে
কে আর আছয়ে মোর।।
তোমার শীতল চরণ দেখিয়ে
দেখি এ কুলের বালা।
ছায়ার কারণে শীতল বলিয়া
তাহে ভেল এত জ্বালা।।
সিন্ধু দেখি মোরা তৃষ্ণা পাই তোরা
পিয়াস যাইব দূর।
অধিক বাড়ল পিয়াস অন্তর
মনমথ নাহি পূর।।
ছায়ার কারণে তরুরে সেবিনু
তাপ হইল বড়ি।
চন্দন সৌরভ দূরে কতি গেল
কেশাই(?) নহল পড়ি।।
ফলের কারণ করিনু যতন
সেবিনু অমিয়া-লতা।
ফল ধরি মেনে শাখা গেল দূরে
উড়ি গেল লতা পাতা।।
নব জলধর সেবিনু তাহারে
পাইতে রসের বারি।
বিন্দু না পরশি গরলের রাশি
বরিখে গোকুল পুরী।।
চণ্ডীদাস বলে এ কথা নিশ্চয়ে
শুনহ সুন্দরী রাধা।
আছিল সম্পদ্‌ বেড়িল আপদ্‌
এ সুখে করল বাধা।।