“শুনহ সুন্দরী রাধা।
যে জন পরশে লাখ সুধানিধি
সে জনে কেন বা বাধা।।
তোমার লাগিয়া যেমন যোগিনী
ভজয়ে পরম পদ।
তেমত যে শ্যাম তোমাতে ধেয়ান
তারে কেন কর বধ।।
রস রস পর আর রস পর
পাঁচ রস আট মিট।
বেদ গুণ গুণ গুণ রস পর
সায়র অমিয়া বিঠ।।
সে জন রসের সমুদ্র থাকিতে
পিয়াসে মরয়ে কেনে।
তুমি চাঁদ হয়া চকোর পাখীরে
রসটি না দেহ পানে।।
তুমি সে প্রেমের গাগরী থাকিতে
আন জন মরে শোষে।
এ কোন চরিত আচার বিচার
সেই সে আছয়ে আশে।।
চল চল রাধা বৃন্দাবনেশ্বরী
নিকুঞ্জ-মন্দিরে চল।”
চণ্ডীদাস বলে– তুরিতে ভেটহ
সে শ্যাম ভাবেতে ঢল।।