শুনিয়ে রাধার বাণী সখী কহে–“ভালে জানি
সকল কহিয়ে ভালমতে।
শ্রবণ ভরিয়ে শুন বিপদ্‌ ভাবিছ কেন
বুঝিয়ে করিবে যাহা চিতে।।
মোরে সে ভেজল কান আইল তোমার স্থান —
“রাধারে তুষিবে ভালমতে।
পেয়ে দশমীর দশা পাছে হবে ফলভাষা
তুরিতে চলিয়ে যাহ পথে।।”
পাছে ধনী তেজে প্রাণ পাইয়া বিরহ-বাণ
তেঁই অমি আসিল তুরিত ।
কহিলা নাগর রাজ– ‘যাইব গোকুল-মাঝ
দেখিব সে প্রেমময় রীত।।”
পশ্চাতে গমন সাধে শুন সুখমই রাধে
পুন পাবে তাহার মিলন।
বিষাদ করহ দূর হবে মনোরথ পূর
শুন শুন আমার বচন।।”
“সঙ্গত করিয়া বাণী আসিব সে গুণমণি
হেন দশা কবে হবে মোর।
পেয়ে সে নাগররাজ সাধিব আপন কাজ
কবে সে করব নিজ কোড় ।।”
সখীর বচন শুনি হরষ হইল ধনী–
“পরশ করিব আমি যবে।
তবে সে মনের সিদ্ধি যদি মিলায়ব বিধি”
চণ্ডীদাস সুখী হব তবে।।