শুন ওগো সই আর তোমা বই
কহিব কাহার কাছে।
লোক-মুখে শুনি ইহা বলে লোক
কানু সনে রাধা আছে।।
গোকুল-নগরে গোপের মাঝারে
এতদিন আছি মোরা।
লোকমুখে শুনি কখন বা চিনি
কানু কালা কিবা গোরা।।
ঘরের ঘরণী আছে কাল বাদিনী
পাপমতি ননদিনী।
শুনাইয়া মোকে আর কাকে ডাকে
আইস শ্যাম সোহাগিনি।
কিবা সে শ্যাম কানু কার নাম
তাহা না বলিব কি।
শুনাইয়া মোকে আর কাকে ডাকে
আই মাইকে জানাই দেখি।
একা প্রাণপতি সেই মোর গতি
তা বিনু আন নাহি জানি।
চণ্ডীদাস বলে ভাঁড়াইলা ভালে
ধন্য রাধা ঠাকুরাণি।।