“শুন গোয়ালিনি, কংসের উপমা
আমারে দেখাহ কেনে ।
ছাওয়াল কালেতে পূতনা বধিল
তাহা জান সর্ব্বজনে।।
কি করিতে পারে তোর কংস রাজা
পূতনা বধিল যবে।
ভয় কি দেখাহ যোগানী বলিয়া
তাহারে বধিব কবে।।
কি করিতে পারে তোর কংস রাজা
আমি যে লইব দান।
আপন ইচ্ছাতে দেহ যদি ভাল
নহে পাবে অপমান।।”
চণ্ডীদাসে বলে — “দোহার পীরিতি
অমিয়া-রসের সার।
দুহে রসসিন্ধু দানছলা রস
অপার মহিমা যার।।”