“শুন গো মরম সই, কি রূপ দেখিনু ওই
* বেশ কি দিব তুলনা।
হেন মোর মনে লয় কি আর কুলের ভয়
মনে রহে বড়ই ঘোষণা।।
হেন মনে করি সাধ যদি রহে পরমাদ
গুরুজনে কতহুঁ ডরাই।
হিয়া ফাড়ি যথা তনু রাখিতে কালিয়া কানু
সেইখানে করিতাম ঠাঁই।।
নারীজন্ম করে বিধি নহে এই গুণনিধি
নিশি দিশি রাখিমু সম্মুখে।
যেখানে মরম-স্থান রাখিতাম সেইখান
না পাইয়া শেল রহে বুকে।।
শাশুড়ী ননদী পাপ তারা দেয় বড় তাপ
উচ কথা না পাই কহিতে।”
চণ্ডীদাস কহে তায় হেন মোর মনে ভায়
এ কথা না গেল মোর চিতে।।