শুন গো সজনি পরমাদ শুনি
রাধার ঐছন দশা।
বিরহে আকুল রসময় কান
সঘনে নিশ্বাস নাসা।।
করেতে আছিল মোহন মুরলী
তাহা না পড়িল কতি।
কমল-নয়নে লোর বহি ঘনে
ভাসিয়া চলল তথি।।
অঙ্গের সৌরভ এ চুয়া চন্দন
ভূষণ কৌস্তূভ-মণি।
এ সব তিতিয়া চলল ভাসিয়া
বিরহে চতুরমণি।।
সে মোর প্রেয়সী প্রেমময় রাধা
শুধুই সুধার রাশি।
দাঁড়ায়ে দেখই ও মুখমণ্ডল
হেনক মনেতে বাসি।।
যাহার লাগিয়া বনে ধেনু রাখি
তাহার দরশ আশে।
মধুর মুরলী গাই নিশি দিশি
ধরি নটবর-বেশে।।
ঐছন বিরহ নাগর-শেখর
ক্ষণেক সম্বিত পায়।
তুরিতে গমন চল বৃন্দাবন
চণ্ডীদাস গুণ গায়।।