শুন গো স্বজনি সই

শুন গো স্বজনি সই।
কেমনে রহিব কানু না দেখিয়া
নিশি দিশি হেদে রোই।
হের দেখ রূপ নয়ান ভরিয়া
করেতে মোহন বাঁশী।
হাসিতে ঝরিছে মতিম মাণিক
সুধা ঝরে কত রাশি।।
হেন মনে করি আঁচল থাপিয়া
আঁচলে ভরিয়া রাখি।
পাছে কোন জনে ডাকা-চুরি দিয়া
পাছে লয়ে যায় সখি।।
এরূপ লাবণ্য কোথায় রাখিতে
মোর পরতীত নাই।
হৃদয় বিদারি পরাণ যথায়
সেখানে করেছি ঠাঁই ।।
সবার গোচর নাহি করে কত
রাখিব যতন করি।
পাছে দিয়া সিঁদ যবে যাই নিঁদ
কেহ বা করয়ে চুরি।।
চণ্ডীদাস বলে হেনক সম্পদ
গোপনে রাখিবা বটে।
আছে কত চোর তার নাহি ওর
জানি সিঁধ দিয়া কাটে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ