শুন তোরে কি বলিব বাঁশী।
সতীকূল সকলি নিবাশি।।
গোবিন্দ-অধর–সুধারস।
পিয়া পিয়া মাতালি সাহস।।
জগত মোহসি মৃদুস্বরে।
অবশ করলি কলেবরে।।
অথবা কি তুমি অতি দোষী।
বাঁশিনী-বাঁশের জাতে বাঁশী।।
দারুতে গঢ়ল তুয়া দেহ।
কেবল দারুময়ী সেহ।।
এ যদুনন্দন দাস ভণে।
কি করণা সুকঠিন জনে।।