“শুন ধনী রাধা, রূপের গরব
না কর আমার পাশে।
গুণ নাহি যার কিবা রূপ তার
সে রূপ গুনি যে কিসে।।
দেখিতে সুন্দর সোনার বরণ
যেমন সোণের ফুল।
রূপ আছে তার গুণ নাহি আর
ফেলায় করিয়া দূর।।
কেহ নাহি পরে নাহিক সুগন্ধ
তাহার ঐছন রীতে।
নির্গুণে কি করে, গুণকে আদরে
বুঝহ আপন চিতে।।
তালফল যেন দেখিতে সুন্দর
খাইতে লাগয়ে তিতা।
কটার বরণ নহে সুশোভন
কি কহ রূপের কথা।।”
চণ্ডীদাস বলে– “শুন বিনোদিনি,
দোঁহার আরতি-রীত।
কে ইহা বুঝিব কাহার শকতি
দোঁহে সে দোঁহার চিত।।”