শুন প্রাণসখা আমি সে জানিয়ে

”শুন প্রাণসখা আমি সে জানিয়ে
অনেকু টোনার খেলা।
তাহাই খেলিতে যাইব ত্বরিতে
শুন পরাণের কালা।।”
কহে তবে তায় সেই যদুরায়
”কিবা সে খেলিবে ভাই।
দেখি তাহা আমি আপন নয়ানে
তবে সে প্রতীত যাই।।
সখাহে সুবল এইখানে খেল
কোন্‌ সে করিবে টোনা।
যদি মনে লাগে এই হিয়া জাগে।।
তবে সে যাইব জানা।।”
”বৈসহ আনন্দে তরু আশানন্দে
আমি সে ধরিব ছলা।”
কানুর গোচরে সুবল সাঙ্গাত
করিতে লাগিল খেলা।।
আগে সে ধরিল আবেশ করিল
পূর্ব্ব অবতার লীলা।
শ্রীরাম ধানুকী সহিতে জানকী
করিতে লাগিল খেলা।।
তাহাই ছাড়িয়া শিশুপাল হয়
দন্তবক্র আদি করি।
এই সব খেলা করেন সুবল
দেখেন প্রাণের হরি।।
তাহা ছাড়ি পুনঃ ধরেন তখন
নৃসিংহ রূপের কায়া।
হাতে অস্ত্র টাঙ্গি প্রচণ্ড মূরতি
চণ্ডীদাস দেখে চেয়া।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ