শুন বিনোদিনী ধনি
আমার কাণ্ডারী তুমি
তোমার কাণ্ডারী কহ কারে।
তুয়া অনুরাগে প্রেম-
সমুদ্রে ডুব্যাছি হাম
আমারে তুলিয়া কর পারে।।
যোগী ভোগী নাপিতানী
তোমার লাগিয়া দানী
ওঝা হইলাম তোমার কারণে।
তুয়া অনুরাগে মোরে
লৈয়া ফিরে ঘরে ঘরে
তুয়া লাগি করিলুঁ দোকানে।।
রাখাল হইয়া বনে
সদা ফিরি ঘরে ঘরে
তুয়া লাগি বনে বনচারী।
তোমার পিরীতি পাইয়া
এ ভাঙ্গা তরণী লৈয়া
তুয়া লাগি হইলুঁ কাণ্ডারী।।
না বোল কুবোল ধনি
রমণীর শিরোমণি
তুয়া প্রেমে কি না করি আমি।
দাস জগন্নাথে কয়
না ঠেলিহ রাঙ্গা পায়
জাতি জীবন ধন তুমি।।