শুন শুন সুন্দরি আমার যে রীত।
কহিতে প্রতীত নহে জগতে বিদিত।।
তুমি না মানিবে তাহা আমি ভালে জানি।
এতেক না কহ ধনি অসম্ভব বাণী।।
সঙ্গত কহিলে ভাল শুনিতে হয় সুখ।
অসঙ্গত কহিলে শুনিতে পাই দুখ।।
মিছা কথায় কত পাপ জান ত আপনি।
জানিয়া যে না জানে সে অধম পাপিনী।।
পরে পরিবাদ দিলে ধরম সবে কেনে।
তাহার এমন রীত হইবে কেমনে।।
চণ্ডীদা বলে যদি মিছা বলে থাকে।
সেই সে ঠেকিবে পাপে তোমার কিবা যাবে।।