শুন শুন সুন্দরি করি নিবেদন।
কৃপা করি এ অধীনে দেহ আলিঙ্গন।।
চরণেতে নিবেদন করি প্রেমমই।
জন্মে জন্মে আমি যেন তুয়া দাস হই।।
দোহেঁ দোহঁ সম্ভাষণে হইলা বিভোর।
চান্দঅমিয়া যেন পিবয়ে চকোর।।
দরশনে পরশনে দোহাঁর আনন্দ।
রাইচাঁদে বিলসয়ে চকোরগোবিন্দ।।
কমলে ভ্রমর যেন মাতিয়া রহিল।
জগন্নাথ বোলে ঐছে মিলন হইল।।

উৎসঃ শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত ‘বৈষ্ণব পদাবলী’ গ্রন্থ থেকে সংগৃহীত।