শুন হে নূতন নায়্যা।
নাহি জান তুমি রাজার যোগানি
আমরা গোপের মায়্যা।।
অঙ্গ মোড়াইঞা আঁখি ঢুলাইঞা
হাসিঞা কহিছ কথা।
হেন শঠপনা করে কোন জনা
শুনিঞা লাগএ বেথা।।
ইহা শুনে যদি মধুপুর-পতি
পাইবে উচিত ফল।
পার কর‍্যা দিঞা ভরম লইঞা
যাও আপনার ঘর।।
পণের লাঘব করি অনুভব
আইলাম তোমার পাশে।
এ কি বিপরীত তোমার চরিত
শুনি দীনবন্ধু হাসে ।।