শ্যামরী শ্যামের গুণে উনমত হৈয়া।
চলিলা নিকুঞ্জে প্রিয় সহচরী লৈয়া।।
নানা যন্ত্রে প্রেমমন্দ্রে উঠে উনমাদ।
আবেশে অবশ মনে করি শ্যাম-চাঁদ।।
চৌদিগে চমকি চায় কালিয়া বলিয়া।
আনন্দে নয়ন-জলে পড়িছে ঢলিয়া।।
সখী আশে পাশে হাসি উলসিত মনে।
গায় সুললিত গীতি সুমধুর তানে।।
প্রবেশিলা বৃন্দাবনে দিয়া জয় জয়।
উথলে রসের নদী যদুনাথে কয়।।