শ্যাম নাগর বড় রসিয়া।
শুনিঞা মধুর বেণু অবশ হইল তনু
অঙ্গের বসন পড়ে খসিঞা।।
নয়ন সন্ধান শরে মরমে বিন্ধিলে মোরে
জাতি কুল নিলে মোর হাসিঞা।
শুনিঞা মধুর বেণু অবশ হইল তনু
জলেতে কলসী গেল ভাসিয়া।।
চাতকী চাতকে পিব পিব বলি ডাকে
শুনিয়া জলদরব বাঁশিয়া।
কেলিকদম্বের তলে মেঘ নামিঞাছে বল্যে
ময়ূর ময়ূরী নাচে আসিঞা।।
নিতি জলে আসি যাই এমন আর দেখি নাই
মরমে রহিল রূপ পশিঞা।
দীনবন্ধু দাস বলে হেন মোর মন করে
অহনিশি দেখি রূপ বসিঞা।।