শ্যাম সুনাগর ময়মদ-কুঞ্জর
তাড়ল রস-উনমাদে।
নুনিক পুতলি জনু গোরি সুনাগরি
মুরছলি অতি অবসাদে।।
হরি হরি কৈছে চলব ধনি গেহা।
নিধুবন-সমর-পরাভব-কাতর
শূতলি দূবরি-দেহা।।
ঘন ঘন চুম্বন দৃঢ় পরিরম্ভণ
জরজর পড়ি রহু শয়নে।
অম্বর কেশ সম্বরি নাহি পারই
ছরমহি মুদল নয়নে।।
নিরদয় নাহ তবহিঁ নাহি ছোড়ই
বান্ধল পুন ভুজ-পাশে।
খিণ-তনু বারি ডারি হিয়ে ঘুমল
কি করব বলরাম দাসে।।