শ্রীবৃন্দাবন নাম রত্নচিন্তামণি ধাম
তাহে কৃষ্ণ বলরাম পাশ।
সুবলচন্দ্র নাম ছিল এবে গৌরীদাস হৈল
অম্বিকা নগরে যার বাস।।
নিতাই চৈতন্য যার সেবা কৈল অঙ্গীকার
চারি মূর্ত্তি ভোজন করিল।
পুরুবে সুবল জনু বশ কৈল রাম কানু
পরতেক এখন রহিল।।
নিতাই চৈতন্য বিনে আর কিছু নাহি জানে
কে কহিবে প্রেমের বড়াই।
সাক্ষাতে রাখিল ঘরে হেন কে করিতে পারে
নিতাই চৈতন্য দুই ভাই।।
প্রেমে লম্ফ ঝম্প যার পুলকিত হুহুঙ্কার
খেণেকে রোদন খেণে হাস।
তাঁর পাদপদ্মরেণু ভূষণ করিয়া তনু
কহে দীনহীন কৃষ্ণদাস।।