শ্রীমুখ-পঙ্কজ চাহি গোপীগণ
নয়নে বহয়ে লোর।
যেন সুরধুনী- তরঙ্গ তেমনি
ভিজিল বসন জোর।।
গাগরি গাগরি যেন বারি ঢারি
লোচন-কমল তায়।
চিত্রের পুথলি সে নব কিশোরী
কাষ্ঠের পুথলি প্রায়।।
স্বপনে না জানি লোকমুখে শুনি
ছাড়িব গোকুল পুরে।
মনমথ কাম ভেল সেই ঠাম
এ সব করিয়া দূরে।।
তুমি কি যাইবে মধুপুর দূর
কেমনে জীবই মোরা।
কেবল রাধার পরাণ-পুথলি
কেবল নয়ান-তারা।।
এখনি মরিব গরল ভখিয়া
সায়রে তেজিব প্রাণ।
রাধার মিনতি আরতি শুনিতে
দীন চণ্ডীদাস গান।।