শ্রীরাধে কৃষ্ণ গোবিন্দ হরে।। ধ্রু।।

গোপীনাথ মদনমোহনবর
যুগলকিশোর রসিক মুরলীধর
রাধাবল্লভ প্রেমসুধাকর
ছয়ল ছবীলে রস বরসীলে
রূপে মদনমন মোহে।
শ্রীব্রজবিনোদ মাধব গিরিধারি
চীরহরণ নাগর বনয়ারি
ললিত ত্রিভঙ্গী কুঞ্জবিহারি
রূপ উজাগর রতিসুখসাগর
ললিত বিভুষণ শোহে।।

গোপীবিলাসী গোকুলবাসী
আভরণ অঙ্গ অঙ্গ পরকাশী
ত্রিভুবন তিলক কলা মৃদুবাঁশী
লাল লাড়লি রূপরসায়লি
সব সখিগণমন মোহে।
বালা ঘন তন বাসন নিভাঞ্জন
ভাষা নিজ পতি মোদ বাঢ়ায়ন
চম্পকবরণী রীঝি রিঝাওনি
বিমলজ্যোতি অপরশ মন মোহে।।
ব্রজপতিবাল লাল মদনায়ক
পরম প্রবীণ প্রেমসুখদায়ক
পূরণ মনক ভই বিধায়ক
রূপ শিল গুণ তাহে সুন্দর কোহে।
রাধা রমণী প্যারিক মোহন
শ্যামা শ্যাম রহত নিতি গোহন
অলক লড়ী ঘন বেণী শোহন
শ্রীগোপাল দাস প্রভু জোহন জোহে।।