শ্রীশ্রীরামচন্দ্র বিজয়োৎসব কীর্ত্তন

(আশ্বিন শুক্ল দশমী)


——-

‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই-গৌর-হরিবোল।’’
‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’


—–

‘‘জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ।
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ।।’’

প্রাণভরে জয় দাও ভাই

প্রেমাবতার গৌরহরির—প্রাণভরে জয় দাও ভাই
ব্রজবিহারী গৌরহরির—প্রাণভরে জয় দাও ভাই
শচীদুলাল গৌরহরির—প্রাণভরে জয় দাও ভাই

‘‘জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ।
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দা।।
এইমত মহাপ্রভু ভক্তগণ-সঙ্গে।
নীলাচলে রহি করে নৃত্য-গীত-রঙ্গে।।
বিজয়াদশমী লঙ্কা বিজয়ের দিনে।
বানরসৈন্য হৈল প্রভু লঞা ভক্তগণে।।
হনুমানাবেশে প্রভু বৃক্ষ শাখা লঞা।
লঙ্কার গড়ে চড়ি পে গড় ভাঙ্গিয়া।।
কাঁঙারে রাবণা ! প্রভু কহে ত্রোধাবেশে।
জগন্মাতা হরে পাপী মারিমু সবংশে।।
গোঁসাঞির আবেশ দেখি লোকে চমৎকার।
সর্ব্বলোকে ‘জয় জয়’ বলে বার বার।।’’
‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
‘‘জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’
‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই-গৌর-হরিবোল।।’’



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ