ষড় রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা।
শাক্ত শক্তি বুঝে সে রূপ যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা।।
বলে সপ্তপন্থী মত সপ্তরূপ বেষ্টিত রসিকের মন নয় তাহে রত।
রসিকের মন রসেতে মগন রূপ রস জানিয়ে খেলেছে তারা।।
হলে পঞ্চতত্ত্ব জ্ঞানী পঞ্চরূপ বাখানি, রসিক বলে সেও তো লীলে রূপ গণি,
বেদবিধিতে যার লীলার নাই প্রচার নিগুম শহরে সাঁইজী মেরা।।
যেজন ব্রহ্মজ্ঞানী হয় সেও ত কথায় কয়, না দেখে নাম ব্রহ্ম সার করে হৃদয়।
স্বরূপ-দর্পণে রূপ দেখে নয়নে, লালন বলে, রসিক দীপ্ত যারা।।