সইগণ, বড়ি অপরূপ সাজে
একি অপরূপ অপ্‌সরী তেজি সুরপূরী, আএল ভুবন মাঝে।। ধু
শিষেত সিন্দুর, নয়ানে কাজল, বড়ি অপরূপ রঙ্গ।
রাহু দিবাকর, কিয়ে শশোদর সুন্দর, তিন ভেল একহি অঙ্গ।।
অরুণ বরণ, যুগল নয়ান, কাজল লজ্জিত ভেলা।
কনক কমল, উপরে ভ্রমর, খঞ্জনে করএ খেলা।।
সর্বঅঙ্গ হেন, গজেন্দ্র গমন, করী-অরি জিনি মাঝ।
কেয়ুর কঙ্কণ, কিঙ্কিণী নূপুর সঘন করএ গাজ।।
হেন কামিনীর হইব কিঙ্কর, শুন সব মতিমান।
নূতন যৌবন কামিনী মোহন, শ্রীআলাওলে ভাণ।।