সই, আর কিছু কৈয় না গো।
সকল বজর পাড়িয়া পরল
গোকুলে নন্দের পো।।
কে জানে পাইব এত অপবাদ
স্বপনে নাহিক জানি।
তবে কি তা সনে বাড়ানু মরমে
অথবা কুলের ধনী।।
শয়নে স্বপনে আন নাহি মনে
দেখিয়া কালিয়া কানু।
বিরহ বেয়াধি কত না সহিব
কবে সে তেজিব তনু।।
শুনহ সজনি হেন মনে করি
গরল তখিয়া মরি।
তবে ঘুচে তাপ বিষম সন্তাপ
গোপতে গুমরি মরি।।
কহে চণ্ডীদাস হিত আশ্বাস
পীরিতি এমতি রীত।
কেন এত তুমি করিছ বিষাদ
ক্ষণেক ধৈরজ চিত।।