সই, এ কি সহে পরাণে।
কি বোল বলিয়া গেল ননদিনী
শুনিলে আপন কাণে।।
পরের কথায় এত কথা কহে
ইহাতে কহিব কি।
কানু-পরিবাদে ভুবন ভরিল
বৃথায় জীবনে জী।
কানুরে পাইত এ সব কহিত
তবে বা সে বোলে ভাল।
মিছা পরিবাদে বাদিনী হইয়া
জর জর প্রাণ হৈল।।
কে আছে বুঝায়ে শ্যামেরে কহিয়ে
এ দুখে করিবে পার।
চণ্ডীদাস কহ ধৈর্য্য ধরি রহ
কে কিবা করিবে কার।।