সই, কি আজু দেখিল রঙ্গ

সই, কি আজু দেখিল রঙ্গ।
আজু গিয়াছিনু যমুনার কূলে
দুই চারি জন সঙ্গ।।
এক কালা দেহ, বসন ভূষণ
চূড়াটি টলিয়া বামে।
হেরম্ব অনুজ তাহে আরোপিত
বেড়িয়া কুসুমদামে।।
তার মাঝ দিয়া ময়ূরের পাখা
হেলিছে দুলিছে বায়।
যেমন রবির সুতার তরঙ্গ
লহরী তেমতি প্রায়।।
তাহে শশধর মলয় চন্দন
তার মাঝে গোরোচনা।
তাহার সৌরভ পেয়ে অলিকুল
করে আসি আনাগোনা।
নাসা খগ জিনি * * * *
এই দুই নখিলে নয়।
আকর্ণ পূরিত সে দুটি লোচন
চঞ্চলে শোভিত তায়।।
কটাক্ষ মিশালে হাসির হিল্লোলে
অমিয়া বরিখে রাশি।
দেখিয়া সে রূপ হেন মনে করি
সদা থাকি নিশি দিশি।।
গলে বনমালা কিবা করে আলা
যমুনা দুকূল ভরি।
পীতবাস অতি কাঞ্চন মূরতি
করেতে মুরলী ধরি।।
এত দিন বসি গোকূল নগরে
না দেখি না শুনি কাণে।
এমন মূরতি গড়ে কোন বিধি
দ্বিজ চণ্ডীদাস ভণে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ