সই নিরবধি কত পড়ে মনে।
শ্যাম বন্ধু বিনু না রহে মোর তনু
সোয়াস্ত নাহিক রাতি দিনে।।ধ্রু।।
ধরিয়া আমার করে বৈসায় আপন কোরে
পুন দেই সিঁথায়ে সিন্দূর।
তাম্বূল সাজাঞা তোলে খাও খাও কত বোলে
কত গুণ কহিব বন্ধুর।।
ঝাড়িয়া বান্ধয়ে চুল বেঢ়িয়া মালতী ফুল
বসন পরাই আমা দেখে।
দেখিয়া আমার মুখ না জানি কি পায় সুখ
রসের আবেশে করে বুকে।।
হিয়ার উপরে ধরি কাঁপে পহু থরহরি
মুখে মুখ দিয়া ঘন কান্দে।
বিহি পোহাইলে রাতি মোরে ছাড়ি যাবা কতি
ধরণী থীর নাহি বান্ধে।।