সই লো নদীয়া জাহ্নবীকূলে।
কো বিহি কেমনে গঢ়ল ও তনু
কনয়া শিরীষ ফুলে।।ধ্রু।।
কে না পরতীত যায়।
বদন কমল বাঁধুলি অধর
দশন কুন্দকি তায়।।
কাহারে কহিব কথা।
কিংশুক কোরক নাসিকা সুভগ
আঁখি উতপল রাতা।।
কহিতে না জানি মুখে।
বাহু হেমলতা উপরে পদুম
মল্লিকা ফুটল নখে।।
নয়ান আনন্দসিন্ধু।
পদতল থল রাতা উতপল
নখে মোতিফল নিন্দু।।
পীরিতি সৌরভ ধরে।
ত্রিভুবন জন মাতল তা হেরি
পালটি না যায় ঘরে।।
হরি হরি হরি বোলে।
না জানি কি লাগি কাঁদয়ে গৌরাঙ্গ
দাস গদাধর কোলে।।
অতএ লাগয়ে ধন্দ।
এ যদুনন্দন কহে কি না জানো
ওই না গোকুলচন্দ।।